Learn techbd networking bangla

This site is cisco networking full course in bangla provided you. Computer tip & tricks. 

নেটওয়ার্কের কাজ ও গঠনের ধরন অনুযায়ী নেটওয়ার্ককে প্রধানত তিনভাগে ভাগ করা যায়-

* একই বিল্ডিঙের মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় লােকাল নেটওয়াক (Local Area Network)। একে সংক্ষেপে ল্যান (LAN) বলা হয়। এ ধরনের নেটওয়া সুবই সহজ প্রযুক্তি ব্যবহার করা হয় এবং সাধারনত ইন্টারনেটওয়ার্কিং ডিভাইসের দরকার পড়ে না। 

* একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারনেটওয়ার্ককে বল, মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)। একে সংক্ষেপে ম্যান (MAN) বলা হয়। এধরনের নেটওয়ার্কে ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস দরকার পড়ে।

*  দূরবর্তী ল্যানসমূহকে নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)। একে সংক্ষেপে ওয়ান (WAN) বলা হয়। এ ধরনের নেটওয়ার্কের গঠন বেশ জটিল এবং সাধারণত বিশাল। ভৌগলিক এলাকা নিয়ে বিস্তৃত।

LAN, MAN ও WAN প্রত্যেকের গঠন একটি থেকে অপরটি আলাদা। এদের ভৌগলিক অবস্থান চালাত ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির মধ্যে পার্থক্য আছে।
Learn techbd networking bangla
ল্যানে ব্যবহৃত ডিভাইসসমূহ সাধারণত খুবই সহজলভ্য ও স্বল্পমূল্যের হয়ে থাকে। অফিস আদালতে সাধারনত এধরনের নেটওয়ার্কই গড়ে তােলা হয় এবং এটি ব্যবস্থাপনার দায়িত্বে একজন লােকই যথেষ্ট। অন্যদিকে MAN কিংবা WAN- এর ক্ষেত্রে বেশ জটিল ও ব্যয়বহুল ডিভাইস ব্যবহারের দরকার পড়ে। এটি তৈরি করাও কঠিন। এধরনের নেটওয়ার্ক ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞ নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর দরকার পড়ে। এবং একজনের পক্ষে পুরাে নেটওয়ার্ক ম্যানেজ করা সম্ভব হয় না। এখানে উল্লেখিত নেটওয়ার্কগুলি ছাড়া ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা CAN নামে এক নেটওয়ার্কের কথা বলা হয়। এটি সাধারণত এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংকে সংযুক্ত করে উচ্চগতির ফাইবার অপটিক সংযােগের মাধ্যমে।

পববর্তী লেসনে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ।



أحدث أقدم