Dhaka to Vachanchor || Dhaka to Vachanchor Launch Contact Number || ঢাকা টু ভাষানচর রুটের লঞ্চ বুকিং নাম্বার।

বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলা ও উপজেলার সাথে যোগযোগের অন্যতম মাধ্যম হল লঞ্চ সার্ভিস। ঢাকার সদরঘান লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট প্রায় 40 থেকে 45টি রুটে লঞ্চ চলাচল করে।

Dhaka to Vachanchor || Dhaka to Vachanchor Launch Contact Number || ঢাকা টু ভাষানচর রুটের লঞ্চ বুকিং নাম্বার।
ঢাকা টু ভাষানচর রুটে এম ভি রাসহংস-08, এম ভি রাসহংস-10 এবং প্রিন্স আওলাদ-04 এবং এম. ভি সম্রাট-07 নিয়োমিত চলাচল করে। 

লঞ্চ যাত্রার সুবিধা:

  • প্রতিটি লঞ্চেই কেবিনের ব্যবস্থা।
  • লঞ্চ যাত্রায় কোন ট্রায়ার্ডনেস নেই।
  • রাতের ডিনারও ব্যবস্থা থাকে প্রতিটি লঞ্চে এবং
  • ফ্রেসনেস এর জন্য চা, কফিও পাবেন প্রায় প্রতিটি লঞ্চেই।   

যাত্রার সময়:

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে থেকে প্রতিদিন রাত 9:30 মিনিটে ভাষানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়  এবং ভাষানচর পৌছে সকাল 7:50  থেকে প্রতিদিন বিকেল 5:00 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। 

যোগাযোগ:

লঞ্চের কেবিন বুক কররার জন্য কেবিন বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন-

  • এম ভি রাসহংস- 10 এর বুকিং নাম্বার-     01721420222
  • এম ভি রাসহংস- 08 এর বুকিং নাম্বার-     01722243142
  • প্রিন্স আওলাদ- 04 এবং বুকিং নাম্বার-     01723024547, 01728221724
  • এম. ভি. সম্রাট 07 এর বুকিং নাম্বার-        01716144344, 01742138234, 01728221724   
        

লঞ্চ যাত্রীদের উঠা নামার স্থানসমূহ:

নৌযানটি সদরঘান লঞ্চ টার্মিনাল থেকে 9:30 মিনিটে শুরুর পর প্রথমে লঞ্চটি আনুমানিক 10:40 মিনিটে নারায়নগঞ্জের ফতুল্লা লঞ্চ টার্মিনালে যাত্রীর উদ্দেশ্যে অবস্থান করে। তারপর ক্রমনয়ে-
  • গংগাপুর
  • শৌলা
  • দূর্গাপুর
  • চর দূর্গাপুর
  • থানার ঘাট
  • হিজলা
  • লালখারাবাদ
  • নলবুনিয়া
  • বাবনেসচর এবং
সর্বশেষ ভাষানচর  পৌছে আনুমানিক সকাল 7:50 মিনিটে।

পূনরায় আবার ভাষানচর থেকে বিকেল 5:00 মিনিটে যাত্রা শুরু করে উল্লেখিত স্থান থেকে যাত্রী উঠা নামার পর ভোর 5:15 মিনিটে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌছায়।

Post a Comment

أحدث أقدم