আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন দেশের ভিসা চেক করার প্রয়োজন পড়ে। আমরা চাইলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ভিসার স্টাটাস চেক করতে পারি। 

আজকে আমি আলোচনা কবর, কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে ওমানের ভিসা চেক করতে পারি।

ওমান এর ভিসা চেক করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটি তথ্য
  1. ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এবং
  2. ট্রাভেল ডকুমেন্ট নাম্বার (পাসপোর্ট  নাম্বার)।
ওমান এর ভিসা চেক করার জন্য আমাদের ওমানের ওয়েব সাইটে যেতে হবে।
ভিসা চেক করার ওয়েব সাইট লিংকhttps://evisa.rop.gov.om/en/

ওয়েব সাইটটি ওপেন হলে নিচে দেখানো ছবির মত একটি ওয়েব সাইট দেখতে পাবেন।


ওয়েব সাইটটি ওপেন হবার পর Truck Your Application অপশনে ক্লিক করলে নিচে দেখানো ছবির মত একটি পেইজ ওপেন হবে।


পেইজ ওপেন হবার পর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করার পর Search অপশনে ক্লিক করার পর আপনার তথ্য যদি ঠিক থাকে, তাহলে নিচের ছবির মত একটি রেজাল্ট -এর ঘর দেখতে পাবেন।


ছবিতে লক্ষ করলে দেখতে পাবেন যে, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, ভিসা স্ট্যাটাস এবং পেমেন্ট রিসিপ্ট দেখাছে। 

আপনি চাইলে পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করতে পারেন। পেমেন্ট রিসিটে ভিসার সকল প্রকার তথ্য দেয়া আছে।

ওমান ভিসা চেক করার ভিডিও টিউটোরিয়াল:

Post a Comment

Previous Post Next Post