GDRFA  approval কি? GDRFA  approval কিভাবে নিতে হয়।

GDRFA: General Directorate of Residency and Foreigners Affairs. আরব আমিরাতের দুবাইতে যে সকল প্রবাসী কাজ করেন। তার এই করোনা মহামারীর সময় ফ্লাইট বন্ধ থাকর কারণে আর দুবাই প্রবেশ করতে পারেন নি। গত 1ম অক্টেবর 2021 তারিখ থেকে দুবাইসহ সকল স্টেটের ফ্লাইট চালু হয়েছে বেশ কিছু শর্ত  সাপেক্ষে। সে সকল শর্তসমূহ পূরণ করেই প্রবাসীরা দুবাইসহ আরব আমিরাতের অন্যান্য স্টেটে প্রবেশ করতে পারবে।

দুবাই ভিসাধারী প্রবাসীদের দুবাই প্রবেশ করতে হলে-

  • অবশ্যই তাদের ভিসার মেয়াদ থাকতে হবে।
  • করোনা ভ্যাকসিনের দুটি টিকা দেয়া থাকতে হবে।
  • আইসিএ ওয়েব সাইটে তাদের গ্রিন সিগনাল থাকতে হবে।
  • GDRFA  approval নিতে হবে।
  • ফ্লাইটের 48 ঘন্টা আগে করোনা টেস্ট করতে হবে। এবং
  • ফ্লাইটের মিনিমাম 07 ঘন্টা আগে এয়ারপোর্টে  গিয়ে ফ্লাইটের মিনিমাম 06 ঘন্টা আগে আবার করোনা পরীক্ষা করতে হবে।

দুবাই ব্যতিত অন্যান্য স্টেটের ভিসাধারী প্রবাসীদের আমিরাতে প্রবেশ করতে হলে-

  • অবশ্যই তাদের ভিসার মেয়াদ থাকতে হবে।
  • করোনা ভ্যাকসিনের দুটি টিকা দেয়া থাকতে হবে।
  • আইসিএ ওয়েব সাইটে তাদের গ্রিন সিগনাল থাকতে হবে।
  • ICA  approval নিতে হবে।
  • ফ্লাইটের 48 ঘন্টা আগে করোনা টেস্ট করতে হবে। এবং
  • ফ্লাইটের মিনিমাম 07 ঘন্টা আগে এয়ারপোর্টে  গিয়ে ফ্লাইটের মিনিমাম 06 ঘন্টা আগে আবার করোনা পরীক্ষা করতে হবে।
দুবাই প্রবাসীগণ GDRFA  approval নেয়ার জন্য নিচের ভিডিও টিউটোরিয়ালের সাহায্য নিতে পারেন।


সৌদীগামী প্রবাসীদের মুকিম রেজিট্রেশন- https://youtu.be/LT0x8yg3n5s 

ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে দুটি রেজিট্রেশন- https://youtu.be/HpGWmzYXbe8 

Post a Comment

Previous Post Next Post