BMET Smart Clearance Card Download | বিএমইটি স্মাট কার্ড ডাউনলোড 

আপনি যখন ওয়ার্কার হিসেবে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিবেন তখন আপনার একটি বিএমইটি কার্ডের প্রয়োজন হবে। এই বিএমইটি কার্ডের আবেদনের পূর্বে আপনাকে আপনার এলাকার নিকটস্থ টিটিসি থেকে তিন দিনের ট্রেনিং এবং ফিঙ্গারিং এর কাজা সম্পন্ন করতে হবে।  তিন দিনের ট্রেনিং এবং ফিঙ্গারিং দেয়ার পর ভিসার পেপারসহ মূল পাসপোর্ট নির্ধারিত এজেন্সি জমা দিতে হয়।

ফাইল জমা দেয়ার পর আপনি নিজেই বিএমইটি কার্ড হয়েছে কিনা সেটি চেক করাতে পারবেন এবং  ডাউনলোডও করতে পারবেন।

বিএমইটি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে amiprobashi.com ওয়েবসাইটে যেতে হবে। এ ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনি আপনার BMET Smart Clearance Card পিডিএফ আকারে ডাউনলোড করে অথবা প্রিন্ট করে সংরক্ষন করে রাখতে পারবেন।

নিচের ভিডিওতে BMET Smart Clearance Card ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে।

  

Post a Comment

أحدث أقدم