Difference OSI Model and TCP/IP Model | OSI মডেল বনাম TCP/IP মডেল

Difference OSI Model and TCP/IP Model | OSI মডেল বনাম TCP/IP মডেল


নেটওয়ার্কের কার্যপদ্ধতি বোঝার জন্য এটি একটি তত্ত্বগত মডেল। বাস্তবে প্রটোকল সমূহের কার্যপদ্ধতি বোঝার জন্য আমরা অনেক সময়ই OSI মডেলের সাথে তুলনা করি। OSI মডেলের জন্মের পর থেকে যেসব নেটওয়ার্ক ডিভাইস ও প্রটোকল তৈরি হচ্ছে সেসবের নির্মাতারা OSI মডেলকে একটি আদর্শ ধরে নিয়েই করছে। মনে রাখা দরকার OSI মডেল কোনো প্রটোকল নয়। এই মডেলের ওপর ভিত্তি করে গড়ে ওঠা প্রটোকল আমরা কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারি, কিন্তু কখনই OSI মডেল ব্যবহার করতে পারব না ।

বেশ পুরাতন এবং বহুল প্রচলিত একটি প্রটোকল হলো TCP/IP। আসলে এটি কোনো সিঙ্গল প্রটোকল নয়, এতে আছে অনেকগুলি প্রটোকল। তাই একে বলা হয় TCP/IP প্রটোকল স্যুট। এর অর্থ হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল/ইন্টারনেট প্রটোকল। ইন্টারনেটে এই প্রটোকলই ব্যবহৃত হয়। এই TCP/IP তৈরি করা হয় আমেরিকান ডিপার্টমেন্ট অব ডিফেন্স (DOD) এর অধীনে ARPANet- এর অংশ হিসেবে। তখনও OSI মডেলের জন্ম হয়নি, তাই OSI মডেলকে অনুসরণ করে TCP/IP তৈরি অসম্ভব। বর্তমানে বহুল প্রচলিত এই প্রটোকলকে বোঝার জন্য আমরা তুলনা করি OSI মডেলের সাথে। TCP/IP মডেলকে বলা হয় ডিওডি (DOD) মডেল। OSI মডেলে সাতটি লেয়ার, কিন্তু TCP/IP DOD মডেলে লেয়ার হলো চারটি। এই চারটি লেয়ারকে তুলনা করা হয় OSI মডেলের সাতটি লেয়ারের সাথে।

এপ্লিকেশন বা প্রসেস লেয়ার

TCP/IP মডেলের এপ্লিকেশন লেয়ারকে অনেক সময় প্রসেস লেয়ারও বলা হয়ে থাকে। এ লেয়ারে বিভিন্ন এপ্লিকেশন- লেভেল সার্ভিস, যেমন হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল (HTTP), সিম্পল মেইল ট্রান্সফার প্রটোকল (SMTP), ফাইল ট্রান্সফার প্রটোকল (FTP), ইত্যাদি চলে। TCP/IP মডেলের এপ্লিকেশন বা প্রসেস লেয়ার OSI মডেলের এপ্লিকেশন, প্রেজেন্টেশন ও সেশন লেয়ারের সমতুল্য।

ট্রান্সপোর্ট লেয়ার

OSI মডেলে ট্রান্সপোর্ট লেয়ারের মতোই কাজ করে TCP/IP মডেলের ট্রান্সপোর্ট লেয়ার। এতে দুটি প্রটোকল কাজ করে:

কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (TCP);
কানেকশন ওরিয়েন্টেড ইউজার ডাটাগ্রাম প্রটোকল (UDP)।
কানেকশন- অরিয়েন্টেড সার্ভিস, যেমন এফটিপি, এর জন্য ব্যবহৃত হয় নির্ভরযোগ্য কানেকশন- অরিয়েন্টেড TCP। আর কানেকশনলেস সার্ভিস, যেমন ইমেইল, এর জন্য ব্যবহৃত হয় কানেকশনলেস UDP।

ইন্টারনেট লেয়ার

OSI মডেলের নেটওয়ার্ক লেয়ারকে TCP/IP মডেলে বলা হয় ইন্টারনেট লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের মতো এর কাজ হলো আইপি এড্রেসিং ও রাউটিং। এই লেয়ার ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারকে চিহ্নিত করার জন্য লজিক্যাল আইপি এড্রেসিং স্কীম ব্যবহার করে থাকে। এসব আইপি এড্রেসের ওপর ভিত্তি করে এই লেয়ার কোনো আইপি প্যাকেটকে অন্য নেটওয়ার্কে পাঠাতে পারে, যাকে বলা হয় আইপি রাউটিং।

TCP/IP মডেলের এই লেয়ারে কাজ করে এড্রেস রেজলুশন প্রটোকল (ARP), ইন্টারনেট প্রটোকল (IP), ইন্টারনেট কন্ট্রোল মেসেজিং প্রটোকল (ICMP), রিভার্স এড্রেস রেজলুশন প্রটোকল (RARP), ইত্যাদি।

নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার

OSI মডেলের ডাটা লিঙ্ক লেয়ার ও ফিজিক্যাল লেয়ার মিলে TCP/IP মডেলে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। এর কাজ হলো নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিট করা। ইন্টারনেট লেয়ার ডাটা ঠিকমতো রাউট করার পর এই লেয়ারের দায়িত্ব হলো সেটিকে সঠিক ডিভাইসের কাছে পৌঁছে দেয়া।

OSI মডেল ব্যবহারের সুবিধা হলো এর মাধ্যমে নেটওয়ার্ক ডাটা পরিবহনকে সুন্দরভাবে বর্ণনা করা যায়। নেটওয়ার্ক ডাটা কীভাবে পরিবাহিত হবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে এই স্ট্যান্ডার্ডে। বর্তমানের বেশিরভাগ নেটওয়ার্কিং ডিভাইস ও প্রটোকল গড়ে উঠেছে OSI মডেল ব্যবহার করে। এর সাথে TCP/IP মডেল তুলনা করলে দেখা যায় যে সেটিও প্রায় একইরকম কাজ করে, যদিও সেখানে লেয়ার মাত্র চারটি।


Post a Comment

أحدث أقدم