Difference OSI Model and TCP/IP Model | OSI মডেল বনাম TCP/IP মডেল
নেটওয়ার্কের কার্যপদ্ধতি বোঝার জন্য এটি একটি তত্ত্বগত মডেল। বাস্তবে প্রটোকল সমূহের কার্যপদ্ধতি বোঝার জন্য আমরা অনেক সময়ই OSI মডেলের সাথে তুলনা করি। OSI মডেলের জন্মের পর থেকে যেসব নেটওয়ার্ক ডিভাইস ও প্রটোকল তৈরি হচ্ছে সেসবের নির্মাতারা OSI মডেলকে একটি আদর্শ ধরে নিয়েই করছে। মনে রাখা দরকার OSI মডেল কোনো প্রটোকল নয়। এই মডেলের ওপর ভিত্তি করে গড়ে ওঠা প্রটোকল আমরা কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারি, কিন্তু কখনই OSI মডেল ব্যবহার করতে পারব না ।
বেশ পুরাতন এবং বহুল প্রচলিত একটি প্রটোকল হলো TCP/IP। আসলে এটি কোনো সিঙ্গল প্রটোকল নয়, এতে আছে অনেকগুলি প্রটোকল। তাই একে বলা হয় TCP/IP প্রটোকল স্যুট। এর অর্থ হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল/ইন্টারনেট প্রটোকল। ইন্টারনেটে এই প্রটোকলই ব্যবহৃত হয়। এই TCP/IP তৈরি করা হয় আমেরিকান ডিপার্টমেন্ট অব ডিফেন্স (DOD) এর অধীনে ARPANet- এর অংশ হিসেবে। তখনও OSI মডেলের জন্ম হয়নি, তাই OSI মডেলকে অনুসরণ করে TCP/IP তৈরি অসম্ভব। বর্তমানে বহুল প্রচলিত এই প্রটোকলকে বোঝার জন্য আমরা তুলনা করি OSI মডেলের সাথে। TCP/IP মডেলকে বলা হয় ডিওডি (DOD) মডেল। OSI মডেলে সাতটি লেয়ার, কিন্তু TCP/IP DOD মডেলে লেয়ার হলো চারটি। এই চারটি লেয়ারকে তুলনা করা হয় OSI মডেলের সাতটি লেয়ারের সাথে।
এপ্লিকেশন বা প্রসেস লেয়ার
TCP/IP মডেলের এপ্লিকেশন লেয়ারকে অনেক সময় প্রসেস লেয়ারও বলা হয়ে থাকে। এ লেয়ারে বিভিন্ন এপ্লিকেশন- লেভেল সার্ভিস, যেমন হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল (HTTP), সিম্পল মেইল ট্রান্সফার প্রটোকল (SMTP), ফাইল ট্রান্সফার প্রটোকল (FTP), ইত্যাদি চলে। TCP/IP মডেলের এপ্লিকেশন বা প্রসেস লেয়ার OSI মডেলের এপ্লিকেশন, প্রেজেন্টেশন ও সেশন লেয়ারের সমতুল্য।
ট্রান্সপোর্ট লেয়ার
OSI মডেলে ট্রান্সপোর্ট লেয়ারের মতোই কাজ করে TCP/IP মডেলের ট্রান্সপোর্ট লেয়ার। এতে দুটি প্রটোকল কাজ করে:
إرسال تعليق