নেটওয়ার্কিং মিডিয়া বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের সাথে যেভাবে যুক্ত থাকে সেই লেআউটকে বলা হয় ফিজিক্যাল টপােলজি। একটি নেটওয়ার্কের বাইরে দেখেই আমরা এর ফিজিক্যাল টপােলজি বলে দিতে পারি।

চারটি প্রধান ফিজিক্যাল টপােলজি হলােঃ-

(1) বাস (2) স্টার (3) রিং এবং (4) মেশ। 

কোন ধরনের ফিজিক্যাল টপােলজি ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে নিম্নলিখিত বিষয়গুলােঃ-

  • নেটওয়ার্ক তৈরি করতে কী পরিমাণ ব্যয় নির্ধারণ করতে হবে।
  • নেটওয়ার্ক সম্প্রসারণ করা যাবে কি না।
  • নেটওয়ার্কে ডাটা স্পিড বা ব্যান্ডউইডথ কতাে হবে।
  • ক্যাবল ইনস্টল করতে কী পরিমাণ সমস্য পোহাতে হবে।
  • ট্রাবলশুটিং করতে কী সুবিধা হবে।
এসব বিষয়ে বিবেচনা করে বিভিন্ন কোম্পানি স্টার, এক্সটেন্ডেড স্টার কিংবা হাইব্রিড টপোলজি ব্যবহার করে থাকে।

পরবর্তী  পোস্টে বিভিন্ন প্রকার টপোলজি নিয়ে আলোচনা করা হবে।


Post a Comment

Previous Post Next Post