Cisco Three Layer || Three-tier Hierarchical Network Model || সিসকো তিনস্তর বিশিষ্ট নেটওয়ার্ক ডিজাইন


নেটওয়ার্ক ডিজাইনের জন্য সিসকো তিন স্তরবিশিষ্ট একটি নেটওয়ার্ক মডেল ব্যবহারের পরামর্শ দেয়। এই তিন স্তর হলো-
  1. কোর লেয়ার (Core layer)
  2. ডিস্ট্রিবিউশন লেয়ার (Distribution Layer)
  3. একসেস লেয়ার (Access Layer)

Cisco Three Layer || Three-tier Hierarchical Network Model

কোর লেয়ার (Core layer)

কোর লেয়ার (Core Layer) হলাে সেই লেয়ার যা নেটওয়ার্কের কেন্দ্রে অবস্থান করে। এই লেয়ারকে ব্যাকবােন (backbone) লেয়ার বলা হয়ে থাকে। নেটওয়ার্কের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ডিভাইসের ট্রাফিক এসে কোর নেটওয়ার্কে সমাপ্ত হতে পারে। তাই কোর লেয়ারকে বলা যেতে পারে ‘নেটওয়ার্কের মিলনকেন্দ্র। বড় রাউটারসমূহ সাধারণত কোর লেয়ারে মিলিত হয়। বড় নেটওয়ার্কসমূহ কয়েকটি ব্যাকবােনের সাথে যুক্ত যার সাথে যুক্ত হাজার হাজার কোর লেয়ার রাউটার।

কোর লেয়ারের মূল কাজ হলাে হাইস্পিড, সবসময় কার্যকর সংযােগ প্রদান করা। কোর লেভেলের সাথে সাধারণত কোনাে হােস্ট যুক্ত করা থাকে না। কেবল খুব দ্রুত, একাধিক পাের্টবিশিষ্ট রাউটারসমূহ কোর লেভেলে যুক্ত থাকে।

কোর লেয়ার বা ব্যাকবােনের সাধারণত বৈশিষ্ট্য হলো:-
  • উচ্চ গতি
  • কম ল্যাটেন্সি সময় 
  •  উচ্চ প্রাপ্যতা (এটি যাতে কখনাে অফলাইনে না যায়)
  • উচ্চ নির্ভরযােগ্যতা
তাই কোর লেয়ার ডিজাইনের সময় মনে রাখতে হবে যাতে উপরের চারটি বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে। এটি যাতে সবসময় কাজ করে সেজন্য এটিতে রিডান্ডান্ট সংযােগ থাকতে হবে।


ডিস্ট্রিবিউশন লেয়ার (Distribution Layer)

ডিস্ট্রিবিউশন লেয়ারকে কখনাে কখনাে ওয়ার্কপ লেয়ার বলা হয়, এবং এটি একসেস লেয়ার ও কোর লেয়ারের মাঝে যােগাযােগের মাধ্যম। ডিস্ট্রিবিউশন লেয়ারের প্রধান কাজ হলাে রাউটিং, ফিল্টারিং, WAN একসেস, এবং প্যাকেট কীভাবে কোন লেয়ারে যাবে তা নির্ধারণ করা। ডিস্ট্রিবিউশন লেয়ারের কাজ হবে কোনাে নেটওয়ার্ক সার্ভিস দেয়ার জন্য দ্রুততম পথ বের করা।

নেটওয়ার্কের জন্য পলিসি নির্ধারণের জায়গা হলাে ডিস্ট্রিবিউশন লেয়ার। নেটওয়ার্ক অপারেশন কেমন হবে তা নির্ধারণের জন্য এখানে অনেক কিছুই করতে পারেন।

ডিস্ট্রিবিউশন লেয়ারে নিচের কাজগুলি করতে হবে:-
  • রাউটিং
  • বিভিন্ন টুলস (যেমন একসেস লিস্ট), প্যাকেট ফিল্টারিং ও কিউয়িং (queuing) বাস্তবায়ন।
  • সিকিউরিটি ও নেটওয়ার্ক পলিসি বাস্তবায়ন, যার মধ্যে নেটওয়ার্ক এড্রেস ট্রান্সলেশন এবং ফায়ারওয়ালও থাকতে পারে। 
  • রাউটিং প্রটোকল ও স্ট্যাটিক রাউটিং ব্যবহার করা।
  • V VLAN- সমূহের মধ্যে রাউটিং ও ওয়ার্কগ্রুপ সার্ভিসসমূহ প্রদান।
  • ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট ডােমেইন নির্ধারণ।
কেবল একটি লেয়ারের জন্য প্রযােজ্য এমন সার্ভিসসমূহ ডিস্ট্রিবিউশন লেয়ার থেকে বাদ দেয়া দরকার।

একসেস লেয়ার (Access Layer)

একসেস (access) লেয়ারের কাজ হলাে ইউজার ও ওয়ার্কগ্রুপের ইন্টারনেটওয়ার্কের বিভিন্ন রিসাের্সে। একসেস নিয়ন্ত্রণ। একসেস লেয়ারকে অনেকসময় ডেস্কটপ লেয়ার হিসেবেও বিবেচনা করা হয়। যেসব নেটওয়ার্ক রিসাের্স বেশিরভাগ ইউজারের জন্য দরকার এবং সচরাচর ব্যবহৃত হয় সেগুলি একসেস লেয়ারে থাকা দরকার।

একসেস লেয়ারে নিচের কাজগুলি করা হয়:-
  • একসেস কন্ট্রোল ও পলিসি যা উপরের লেয়ারে পুরাে সম্পন্ন হয় না।
  • ভিন্ন কলিশন ডােমেইন তৈরি (সেগমেন্টেশন)।
  • ওয়ার্কগ্রুপকে ডিস্ট্রিবিউশন লেয়ারে যুক্ত করা।
ইথারনেট সুইচিং কিংবা DDR এর মতাে সার্ভিস একসেস লেয়ারেই থাকে। স্ট্যাটিক রাউটিং (ডাইনামিক রাউটিং প্রটোকল নয়) এই একসেস লেয়ারে রাখাই যুক্তিসঙ্গত।

মনে রাখতে হবে যে তিনটি ভিন্ন স্তর– কোর, ডিস্ট্রিবিউশন, ও একসেস–আছে বলে তিনটি রাউটার ব্যবহৃত হবে তা নয়। কোনাে স্তরে রাউটার বেশি থাকতে পারে, কোনাে স্তরে কম। এটি হলাে সিসকোর তিনস্তর বিশিষ্ট নেটওয়ার্ক।

Post a Comment

Previous Post Next Post