What is OSI Model? | OSI মডেল কী?

কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে যােগাযােগ কীভাবে গড়ে উঠবে তা নির্দেশ করে OSL মডেল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডস (ISO) ১৯৭৪ সালে এই মডেল তৈরির কাজে হাত দেয়। বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস প্রস্তুতকারক যাতে একই স্ট্যান্ডার্ড অনুসরণ করে তাদের ডিভাইস প্রস্তুত করতে পারে সেজন্যই OSI মডেলের প্রয়ােজন অনুভূত হয়। বিভিন্ন মহলে আলােচনা ও বিতর্কের পর ওএসআই মডেল চূড়ান্ত করা হয়। ১৯৭৭ সালে। তারপর থেকে নেটওয়ার্কের কাজ বােঝার জন্য এই মডেল সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য হয়ে পড়েছে। এটি যদিও তাত্ত্বিক একটি বিষয়, তবু এর সম্পর্কে ভাল ধারণা থাকা দরকার। এই ধারণাই আপনাকে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসের কার্যপ্রণালী বুঝতে সাহায্য করবে। 

OSI মডেলকে সাতটি লেয়ার বা স্তরে ভাগ করা হয়:-

  •  এপ্লিকেশন (Application)
  • প্রেজেন্টেশন (Presentation)
  • সেশন (Session)
  • ট্রান্সপাের্ট (Transport)
  • নেটওয়ার্ক (Network)
  • ডাটালিঙ্ক (Datalink) এবং
  • ফিজিক্যাল (Physical)।
প্রতিটি স্তরে নির্দিষ্ট ডিভাইস নির্দিষ্ট কাজ করে থাকে। এখানে উল্লেখিত লেয়ার বা স্তরসমূহ অবশ্যই ক্রম মেনে চলবে।

OSI মডেলের একটি স্তর আরেকটির চেয়ে স্বতন্ত্র এবং একটি আরেকটির ওপর নির্ভরশীল নয়। প্রতিটি স্তর তার নিজের কাজ সারবে এবং এর উপরের কিংবা নিচের স্তরের জন্য ডাটাকে তৈরি করবে। কোনাে স্তরের সম্পর্ক থাকতে পারে কেবল এর উপরের বা নিচের স্তরের সাথে।।

What is OSI Model? || OSI মডেল কী?

Post a Comment

Previous Post Next Post