EMIS Online Registration | EMIS College Teacher Registration 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষক-কর্মচারিদের তথ্য হালনাগাদ করার জন্য ইএমআইএস সাইটে গিয়ে রেজিট্রেশন করতে হবে। 

রেজিট্রেশন করার জন্য তিনটি ডকুমেন্টের প্রয়োজন হবে। ডকুমেন্ট তিনটি হলো- 

১. একটি পাসপোর্ট সাইজের ছবি 

২. নিয়োগপত্র এবং

 ৩. যোগদানপত্র।

রেজিট্রেশন করার জন্য প্রথমে যে কোন ব্রাউজারে গিয়ে এড্রেসবারে emis.gov.bd লিখে ইন্টার প্রেস করুন। ড্যাশবোর্ডের ডানপাশে ইএমআইএস সম্পর্কিত সকল নোটিশ দেখতে পাবেন।

এখন রেজিট্রেশন করার জন্য ড্যাশবোর্ডের উপরে বাম পাশের HRM অর্থাৎ Human Resource Management অপশন থেকে রেজিট্রেশন বাটনে ক্লিক করুন।

এখন ড্যাশবোর্ড থেকে Non Govt. College Teacher অপশনে ক্লিক করুন।

এখন আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। 

রেজিট্রেশনের সম্পুর্ণ প্রসেস জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন-

  

Post a Comment

Previous Post Next Post