National University Result Rescrutiny | জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলের পুন:নিরীক্ষণের আবেদন



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সকল কলেজের ছাত্র/ছাত্রীগণ তাদের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। 

পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার দু এক দিনের মধ্যেই ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনাকে আবেদনের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

আবেদন ফিঃ
আবেদন ফি প্রতি বিষয়ের জন্য ৮০০/- আটশত টাকা মাত্র।

আবেদন ফি প্রদানঃ 
আবেদন ফি আপনি বিভিন্ন মাধ্যমে পরিশোধ করতে পারেন- বিকাশ/নগদ/রকেট/সোনালী ব্যাংকের Online Payment Gateway/American Express/VISA/DBBL/NEXUS/Master Card এবং সোনালী ব্যাংকের হিসাবধারীর নিজ হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন।

আবেদন ফি পরিশোধের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

আবেদনঃ
প্রথমে www.nu.ac.bd মূল সাইটে যেতে হবে। 
তারপর Services মেনুতে গিয়ে সোনালী সেবা অপশনে ক্লিক করলে নিচের ছবির মত Payment Management System নামের একটি নতুন পেইজ ওপেন হবে।

National University Result Rescrutiny | জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলের পুন:নিরীক্ষণের আবেদন

তার পর Payment Management System পেইজ থেকে Student Fee  মেনু থেকে Re-scrutiny Fee  অপশনে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ দেখতে পাবেন।

National University Result Rescrutiny | জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলের পুন:নিরীক্ষণের আবেদন

এ পেইজে  আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করুন।

আবেদদন শেষে পে-স্লিপ ডাউনলোড করে সোনালী সেবার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন সম্পন্ন করুন। 

Post a Comment

Previous Post Next Post