২০২৩ সালের ডিগ্রী (পাস) ২য় বর্ষ পরীক্ষার ফলাফলের  উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন।

২০২৩ সালের ডিগ্রী (পাস) ২য় বর্ষ পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী ১৩/১০/২০২৫ তারিখ হতে ২৩/১০/২০২৫ তারিখ পর্যন্ত Online-এ আবেদন করা যাবে।

NU board challenge notice


Pay Slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলীঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট https://www.nu.ac.bd/=>Services=>Re-Evaluation or http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx থেকে Online-এ আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে  Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ, Pay Slip ডাউনলোড এবং টাকা জমা দেয়া যাবেনা। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আবেদনের সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে কোনভাবেই সংশোধন করা যাবে না।

উল্লেখ্য, প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়ন ফি- প্রতিপত্র ১০০০/-(এক হাজার) টাকা।

Source: Nu Notice board

NU Nutice Link: ২০২৩ সালের ডিগ্রী (পাস) ২য় বর্ষ পরীক্ষার ফলাফলের পুনঃমূল্যায়নের আবেদন।


আপনি আমাদের থেকে অনলাইন সম্পর্কিত সকল ধরণের সেবা নিতে পারেন-

Digital Help Zone Agency

Whatsup Number: 01818458272

Post a Comment

أحدث أقدم